Home ছড়া-কবিতা মাঘ

মাঘ

এ কে আজাদ..

চোখের কাছে আকাশ জোড়া
ঝুলিয়ে সাদা পর্দা
কুয়াশাতে হাই তুলে বেশ
হাসলো শীতের বড়্দা।
হিমালয়ের হিম আসে তাই
সবাই জড়-সড়
নকশী কাঁথা মুড়িয়ে দাদী
কাঁপছে থরোথরো।
সবুজ হলুদ লাল আর সাদা
সব্জি হরেক শীতে
দরকারি সব ভিটামিন পাই
এক নিমিষেই নিতে।
খেজুর রস আর গুড়ের পায়েস
শীতে ভারী মজা,
স্বাদ কী মজার মুড়ির সাথে
খেতে নারকেল গজা।
মাঘের শীতে বাঘ কাঁপে যে
কুহেলিকা হাসে
মজার খাবার থাকুক তবু
হিম যেন আসে।

SHARE

Leave a Reply