Home ছড়া-কবিতা ঈদ আসে চেতনায়

ঈদ আসে চেতনায়

তমসুর হোসেন……..

আকাশের পথ হেঁটে একা নিরিবিলি
তারাদের নিঝুম আলোয় ঈদ আসে
মেঘেদের জানালায় গ্রহের রোদ মেখে
লাজরাঙা দীপ্ত অনুপম চাঁদ হাসে।

ঈদ নয় ধনীদের অর্জিত সম্পদ
নয় কোটিপতি রাজড়ার ভূ-স্বামীর
মজুর কুলিদের গরিবেরও সে যে
সকলের ঈদ হলো সমান দাবির।

সারাটা বছর কষ্ট অনাহার সয়ে
একটি মাসব্যাপী সেহরি ইফতার
আশরাফ আতরাফ নেই ভেদাভেদ
বেহেশ্তী ঈদ স্বচ্ছতা ও মমতার।

ঈদ যেন সান্ধ্য গগনের অরুনিমা
গৌরব, গাম্ভীর্য, পবিত্রতায় উচ্ছল
ঈদ আসে মর্তের লোকালয়ে উল্লাসে
বাজে জান্নাতের অন্তহীন কোলাহল।

নদীর তরঙ্গে হৃদয়ের গভীরে
সান্ত্বনার নীরব ভাষায় আসে ঈদ
মহীয়ান খোদার অতুল অনুদান
নিদ্রাহীনের চেতনায় গভীর নিঁদ।

SHARE

Leave a Reply