নাহার আহমেদ…..
ঈদ যেন এক প্রজাপতি
পাখ্না মেলে আসে,
সবার হৃদয় মেতে ওঠে
আনন্দ উল্লাসে।
নতুন জামা কাপড় পরে
আতর মাখি গায়,
ক্ষণিক যেন দুঃখ জ্বালা
সবাই ভুলে যায়।
ঈদগাহেতে নামাজ পড়ে
কোলাকুলি শেষে,
জর্দা সেমাই কোরমা পোলাও
খাই যে হেসে হেসে।
রাত হলে যায় ঈদ পালিয়ে
মনটা খারাপ করে,
আসবে ফিরে পরের বছর
আশার পালকি চড়ে।