বলতে পারো

বলতে পারো

বিবিধ কিশোরকণ্ঠ ডেস্ক এপ্রিল ২০২৪

জানুয়ারি ২০২৪ সংখ্যার উত্তর

১. ১৯২৪, ২. হিলফুল ফুজুল, ৩. ৪৫০টি, ৪. ১৬-১৯ জেলায়, ৫. ১৭৮৪, ৬. ক্রিশ্চিয়ানো রোনালদো, ৭. ৩টি, ৮. ১০%, ৯. আল আকসা, ১০. কাজী নজরুল ইসলাম।

-------------------------------------------------------------------------------------

এপ্রিল ২০২৪ সংখ্যার প্রশ্ন

১. কত তারিখে স্বাধীনতার ঘোষণা আসে?

২. কত সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হয়?

৩. রোজাদাররা জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবেন?

৪. কুলফি মালাই কোন জেলার মজার খাবার?

৫. টেনিসে সবচেয়ে বেশি গ্রান্ড স্লাম কে জিতেছেন?

৬. তুষার চিতা কোন দেশে সবচেয়ে বেশি দেখা যায়?

৭. কোন সাহাবি বিড়াল ছানা খুব পছন্দ করতেন?

৮. কোন খেলার বড়ো আসরগুলো প্রতি বছরই অনুষ্ঠিত হয়?

৯. কীসের সাহায্যে কম্পিউটারের কার্সারের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়?

১০. বর্তমানে পৃথিবীতে কয় হাজার তুষার চিতা রয়েছে?

(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে মার্চ ২০২৪ সংখ্যায়)

-------------------------------------------------------------------------------------

জানুয়ারি ২০২৪ সংখ্যার সঠিক উত্তরদাতা

নওগাঁ : সিয়াম, রকিবুল, মাহমুদুল, জুনায়েদ, তামিম, আফ্রিদী, আশরাফুল, বায়েজিদ, জোবায়ের, মরিয়ম, ইমরান।

চট্টগ্রাম : ইশআতি, উর্মি, ফাহাদ, আজাদ, কামরুল, হাবিবুর, ফয়সাল, হুজাইফা, সজীবুল, তৌহিদুল, রাকিব, শাকিল।

পঞ্চগড় : হাবিবা, সুমাইয়া, মানজুমা, সালিম, আব্দুল্লাহ।

বগুড়া : দিহান, সাবিল, উল্লাস, মুন্না, মুশফিক।

চাঁপাইনবাবগঞ্জ : সাগর, আসাদুল্লাহ, আহাদ, হামিম, মোস্তাফিজুর, মাহাবুব। 

চুয়াডাঙ্গা : রেজা, আশানুর, ইবরাহিম, হোমায়রা, রফিক, আ: রাব্বি, সোহাগ, আনিচুর।

নোয়াখালী : জোবায়ের, ফাহিম, ইফাজ, পুলক, মাহাদ।

ভোলা : মাহমুদুল, মাশরাফি, মেশকাত, মাহাবুব।

যশোর : মাহফুজুর, মাহজাবিন, জান্নাতুল, মাওয়া।

ঢাকা : আঁখি,  আশরাফ, লাবিব, তাওফিক, নকীব, তাজবিদ, ফারিহা, অরন্য, সারা, সুদাদ, তাউফিকুর।

বরিশাল : রিন্তি, সুরভী।

মৌলভীবাজার : মাহফুজা, নুজহাত।

সাতক্ষীরা : সাদিক, ত্ব-হা।

পাবনা : লাবীব, আমিরুল, রকিবুল, মাসুম।

লক্ষ্মীপুর : মাহিন, লিহান, সামি।

গাজীপুর : আফিফা, সিলমী।

রংপুর : কাইফা, সিয়াম, মাহফুজা, লামিয়া।

চাঁদপুর : ঈসা, ইমতিয়াজ, তামজীদ, মাহমুদা, মুহিত, সাকিব, মাসরীফা, নাবিল, মাওয়া, তাসনিম, মাহাদী, জিহাদ, মাহাবুব, আয়ান, সানি, তাওহীদুল, জিহাদ বেপারী, সাকিব, সাজিদুল, মাহিন, অংকন, নির্জন, মোশারফ, মাসুম, আফ্রিদী, জুনায়েদ, নিহা, জারা।

অন্যান্য জেলা : আকিফ, ময়মনসিংহ; মুন্তাকিম, কুমিল্লা; আয়মান, সিরাজগঞ্জ; নাবিল, ফেনী; রোকন, দিনাজপুর; রুমান, কিশোরগঞ্জ; ফাতিমা, মেহেরপুর; রতন, নীলফামারী; নাবিল, রাজশাহী; ফয়সাল, খুলনা; ওমর ফারুক, কয়রা, খুলনা; লতিফুর, বান্দরবান; নুশরাত, ঝিনাইদহ।


জানুয়ারি ২০২৪ সংখ্যার পুরস্কারপ্রাপ্ত

১. সামিউল ওয়াফি, শৈলকুলা, ঝিনাইদহ

২. আরাফাত হোসেন মাহিন, ছাগলনাইয়া, ফেনী

৩. শাকিল হাসান, সাতকানিয়া, চট্টগ্রাম

৪. তানভীর মুস্তাফিদ, সদর, দিনাজপুর

৫. খালিদ সাইফুল্লাহ, ডেমরা, ঢাকা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ